রাজবাড়ীর পাংশায় রেলওয়ের জায়গা থেকে ৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ রেলওয়ে। এ সময় উচ্ছেদ অভিযানে বাধা দেওয়ার অভিযোগে মো. নাছির (৪৫) নামে এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদন্ডসহ ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল পর্যন্ত শহরের বারেক মোড় রেলগেট থেকে উচ্ছেদ অভিযান শুরু করে বাংলাদেশ রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান। তিনি বলেন, শুধুমাত্র পাংশার নারায়পুর মৌজার বাংলাদেশ রেলওয়ের ৫০ একরের বেশি জায়গা রয়েছে রেলের। এর মধ্যে ২২ একর জায়গা বেদখল হয়ে গেছে। দখলকারীরা বিভিন্ন ব্যক্তি ও সংস্থার নামে রেকর্ড করে নিয়েছেন। রেলের জমি উদ্ধারে এই অভিযান অব্যাহত থাকবে।
তবে উচ্ছেদ হওয়ার ব্যক্তিদের দাবি, তারা বৈধ প্রক্রিয়ার বিভিন্ন মালিকের কাছ থেকে দলিল মূলে এসব জমি ক্রয় করে নিয়েছেন। তাছাড়া ক্রয়কৃত জমির নিয়মিত খাজনা পরিশোধ করছেন।