মহান বিজয় দিবস উপলক্ষে রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা।
বুধবার বিকেলে জেলা শহরের শহীদ খুশি রেলওয়ে মাঠে জেলা প্রশাসনের আয়োজনে এই গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জেলার সদর উপজেলার তিনটি দলের প্রায় অর্ধশত খেলোয়াড় খেলায় অংশ নেন। খেলা দেখতে গ্রাম ও শহরের বিভিন্ন বয়সের নারী-পুরুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
দর্শনার্থীরা জানান, এক সময় গ্রামবাংলার বিভিন্ন এলাকায় নিয়মিত লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত হতো। বর্তমানে পৃষ্ঠপোষকতার অভাবে খেলাটি বিলুপ্তির পথে। নতুন প্রজন্মের আগ্রহ কমে যাওয়ায় দক্ষ খেলোয়াড়ও হারিয়ে যাচ্ছে। তারা এই ঐতিহ্যবাহী খেলাটি টিকিয়ে রাখতে সরকারি উদ্যোগ ও পৃষ্ঠপোষকতার দাবি জানান।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। খেলা শেষে তিনি বলেন, গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। বিজয় দিবসের অনুষ্ঠানের অংশ হিসেবে লাঠিবাড়ি খেলাটি আয়োজন করা হয়েছে। শত শত মানুষ প্রাচীন এই খেলা উপভোগ করেছেন, যা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে সহায়ক হবে।

