দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবর আজিজী বলেছেন, প্রজাতন্ত্রের কর্মচারীদের মনে রাখতে হবে, জনগণের ট্যাক্সের টাকায় তাদের বেতন হয়। তাই জনগণের সেবা করাই তাদের প্রধান দায়িত্ব। রাজনৈতিক প্রভাব বা অন্য কোনো চাপে পড়ে কেউ যেন দুর্নীতির পথে না হাঁটে।
সোমবার সকালে দিনাজপুর শিশু একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত দুদকের গণশুনানিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
দুদক কমিশনার বলেন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ঘুষ, দুর্নীতি বা অবৈধভাবে অর্থ-সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত হলে কাউকেই ছাড় দেওয়া হবে না। প্রজাতন্ত্রের কর্মচারীদের মনে রাখতে হবে, জনগণের ট্যাক্সের টাকায় তাদের বেতন হয়। তাই জনগণের সেবা করাই তাদের প্রধান দায়িত্ব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. নুরুল হুদা এবং জেলা পুলিশ সুপার মো. মারুফাত হোসাইন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম। গণশুনানিতে আরও বক্তব্য রাখেন জেলা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মো. আতাউর রহমান।
গণশুনানির দ্বিতীয় পর্বে সরকারি ও বেসরকারি ১২৭টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১৩০টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে শতাধিক অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয় এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অভিযোগ নিষ্পত্তি করা হয়।

