রাজনীতি এখন আমার কাছে ‘অ্যাসিড টেস্ট’র মতো: সায়ন্তিকা

0

পরিশ্রম করতে ভয় পান না টালিউডের নায়িকা সায়ন্তিকা ব্যানার্জি। অভিনয় ও রাজনীতির মাঠ দু’টোই সমানতালে চালিয়ে যাচ্ছেন তিনি। জন্মদিনের আগে আনন্দবাজারের সঙ্গে আলাপকালে ভেতরের আরও অনেক তথ্য জানিয়েছেন এই অভিনেত্রী-

রাজনীতির পথচলা নিয়ে সায়ন্তিকা বলেন, ‘রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়েছি। কিন্তু বইয়ের পাতা আর রাজনীতির মাঠে অনেক পার্থক্য। গত বিধানসভা নির্বাচনে বাঁকুড়ায় মাত্র ৭৩৫ ভোটে হেরে যাই। আমার জীবনের অন্যতম দুঃখের একটা দিন। মানুষ জয়ীকেই মনে রাখেন। তবে অভিনয়ের পাশাপাশি রাজনীতি করায় আমাকে অনেকেই কটু কথা বলেছেন। কিন্তু তারা জানে না; আমি প্যাশনকে পেশা বানিয়েছি। উপার্জন না করলে পরিবারকে দেখব কী ভাবে?’ 

তবে জীবনের এই পর্যায়ে দাঁড়িয়ে অভিনয় ও রাজনীতির মধ্যে কোনও একটিকে বেছে নিতে বললে কী করবেন? এমন প্রশ্নের জবাবে সায়ন্তিকা বলেন, ‘আমি তো একজন শিল্পী। আমার কাছে অভিনয় সব সময়ই প্রথম ভালবাসার মতো। এটা ছাড়তে পারব না। তবে এখন রাজনীতিতেও আমার আসক্তি জন্মেছে।’

সূত্র: আনন্দবাজার পত্রিকা

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here