অভিজ্ঞ অর্থনীতিবিদ ও ব্যাংকার মার্ক কারনি কানাডার ক্ষমতাসীন লিবারেল পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন।
কানাডার ক্ষমতাশীল দল লিবারেল পার্টির নেতৃত্ব নির্বাচন ও কনভেনশনের দিন মার্ক কারনি সর্বোচ্চ ভোট পেয়ে লিবারেল পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন। তিনিই হবেন কানাডার নতুন প্রধানমন্ত্রী।
কানাডার ইতিহাসে রাজনীতি না করেই তিনিই একমাত্র ব্যক্তি যিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। মার্কিন শুল্ক নীতির কারণে বর্তমানে বেশ চাপে আছে কানাডা। একই ইস্যুর জেরে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ক্ষমতা ছাড়তে হয়েছে। তাই কারনির সামনেও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।
মার্ক কারনি চলতি বছরের জানুয়ারি মাসে কানাডার আলবার্টার এডমেনটন সিটি থেকে ঘোষণা দিয়েছিলেন নিজেকে পরবর্তী লিবারেল পার্টির নেতা এবং কানাডার প্রধানমন্ত্রী হিসাবে। এই সিটি বেছে নেয়ার মূল কারণ এখানে তিনি বড় হয়েছেন, তাঁর শৈশব কেটেছে এবং হাইস্কুল সম্পন্ন করেছেন। এরপর তিনি উচ্চতর ডিগ্রি অর্জন করেন হার্ভাড ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে।
২০০৮ সাল থেকে তিনি ২০১৩ সাল পর্যন্ত ব্যাংক অফ কানাডার গভর্নর হয়ে দায়িত্ব পালন করেন কারনি। এরপর তিনি ২০১৩ থেকে ২০২০ সাল পর্যন্ত যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দায়িত্ব পালন করেন।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো’ চলতি বছরের প্রথম দিকেই লিবারেল পার্টির নেতা ও প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছিলেন।