রাজনীতিবিদদের নিয়ে বেফাঁস মন্তব্য করে বিপাকে কাজল

0

ওটিটি প্ল্যাটফর্মে নাম লিখিয়েছেন বলিউড অভিনেত্রী কাজল মুখার্জি। নিজের অভিনীত ‘দ্য ট্রায়াল’ ওয়েব সিরিজের প্রচারের জন্য বিভিন্ন সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন কাজল। তেমনই এক সাক্ষাৎকারে রাজনীতিবিদদের নিয়ে বেফাঁস মন্তব্য করায় সমালোচনা মুখে পড়েছেন এ অভিনেত্রী।

ভারতের রাজনীতিবিদদের ‘অশিক্ষিত’ বলে কটাক্ষ করে কাজল বলেন, ভারতের মতো দেশে পরিবর্তনের গতি অত্যন্ত কম। আমরা রীতিনীতি আর চিন্তাভাবনা ধরনের মধ্যে ফেঁসে রয়েছি। এর সরাসরি প্রভাব শিক্ষায় পড়ে। আমাদের রাজনৈতিক নেতাদের কোনো শিক্ষাগত যোগ্যতা নেই।

এদিকে ২৯ জুন নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে কাজল অভিনীত ‘লাস্ট সিরিজ’। এতে কাজল ছাড়াও অভিনয় করেছেন কুমুদ মিশ্র, তামান্না ভাটিয়া, বিজয় বর্মা, ম্রুনাল ঠাকুর, নীনা গুপ্ত প্রমুখ। এই সিরিজটির প্রচারণা করতেই নেটদুনিয়া থেকে বিরতি নেওয়ার ঘোষণা দিয়ে সমালোচিত হয়েছিলেন। এবার হচ্ছেন রাজনীতিবিদদের ‘অশিক্ষিত’ বলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here