রাজধানী শহরে ড্রোন হামলায় ইউক্রেনকে দায়ী করল রাশিয়া

0

রাশিয়ার রাজধানী শহর মস্কোয় ড্রোন হামলা হয়েছে। শহরের মেয়র জানিয়েছেন, ড্রোন হামলায় ‘সামান্য’ ক্ষয়ক্ষতি হয়েছে তবে কোনো হতাহত হয়নি।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয় ঘটনার জন্য ইউক্রেনকে দায়ী করেছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এটাকে ‘সন্ত্রাসী আক্রমণ’ বলে উল্লেখ করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, তিনটি ড্রোন ইলেকট্রনিক ওরফ্যায়ার (ইলেকট্রনিক যুদ্ধাস্ত্র) দিয়ে ধ্বংস করা হয়েছে। এগুলো নিয়ন্ত্রণ হারায় এবং লক্ষ্যচ্যুত হয়। আর অন্য পাঁচটি ড্রোন (ইউএভি)   পান্তসির-এস সার্ফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম ব্যবহার করে ভূপাতিত করা হয়।

হামলা নিয়ে কিয়েভ এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। সোমবার রাত্রীকালীন এক বক্তব্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রুশ সেনাদের ওপর পাল্টা  হামলার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। তবে ঠিক কখন সেই সময় তা উল্লেখ করেননি তিনি। সূত্র: সিএনএন, বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here