সুদানের প্যারা মিলিটারি বাহিনীর যোদ্ধারা (আরএসএফ) রাজধানী খার্তুমের জাতীয় জাদুঘর দখল করেছে। শনিবার আরএসএফের একজন উপ-পরিচালক এই তথ্য জানিয়েছেন।
আরএসএফ কমান্ডার তার সেনাদের প্রতি প্রাচীন মমিসহ দেশের ঐতিহ্যবাহী মূল্যবান প্রত্নবস্তুগু রক্ষার অনুরোধ জানিয়েছেন। প্যারা মিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্সেস গ্রুপের সদস্যরা সুদানের নিয়ন্ত্রণের জন্য এপ্রিলের মাঝামাঝি থেকে সেনাবাহিনীর সাথে লড়াই করছে।
জাদুঘরের কর্মকর্তা-কর্মচারীরা জাদুঘরের ভেতরের অবস্থা জানেন না। গত ১৫ এপ্রিল সংঘাত শুরু হলে তারা সেখান থেকে চলে যায়।
আরএসএফের সদস্যরা জাদুঘরের ভেতরে করা একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে একজন সৈনিক ‘জাদুঘরের তারা কোনো ক্ষতি করেছেন বা করবেন না’ বলে জানিয়েছেন। সূত্র: আল আরাবিয়া