বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের নতুন সব প্রযুক্তিপণ্য সম্ভার নিয়ে রাজধানীতে শুরু হলো সিটি আইটি মেগা ফেয়ার-২০২৫। আজ (৮ ডিসেম্বর) থেকে রাজধানীর আগারগাঁওয়ের আইডিবি ভবনে দেশের বৃহত্তম এই প্রযুক্তিপণ্যের মেলার উদ্ভোধন করা হয়। আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত ছয় দিনব্যাপী মেলা চলবে।
সর্বশেষ সংস্করণের অত্যাধুনিক সব কম্পিউটার, ল্যাপটপ, মনিটর, প্রিন্টারসহ নিত্য নতুন অনুমোদিত প্রযুক্তিপণ্য প্রদর্শন করা হচ্ছে এবারের মেলায়। এছাড়া, প্রতিবারের মতো এবারো মেলার দর্শকদের জন্য থাকছে নানা চমক।
মেলার উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসাবে ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি, স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডর ম্যানেজিং ডিরেক্টর, ও আইডিবির বিসিএস কম্পিউটার সিটির উপদেষ্টা মোহাম্মদ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন এক্সেল টেকনোলজিস লিমিটেডর ম্যানেজিং ডিরেক্টর ও আইডিবির বিসিএস কম্পিউটার সিটির ম্যানেজমেন্ট কমিটির উপদেষ্টা গৌতম সাহা। বিশেষ অতিথি হিসেবে আরও ছিলেন গ্লোবাল ব্র্যান্ড পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও আইডিবির বিসিএস কম্পিউটার সিটির উপদেষ্টা মোহাম্মদ জসীম উদ্দীন খোন্দকার।
সিটি আইটি মেগা ফেয়ার-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিসিএস কম্পিউটার সিটির প্রেসিডেন্ট আকতার হোসেন খান।
প্রতিবছরের মতো এবারও মেলায় ছাত্র-ছাত্রীদের জন্য থাকছে আকর্ষণীয় উপহার, দর্শনার্থীদের জন্য মেগা ডিসকাউন্ট, নিশ্চিত উপহার, ক্যাশব্যাক, স্ক্র্যাচ অ্যান্ড উইন, টেক সেলিব্রেটি আড্ডা সহ সঠিক পণ্যের নিশ্চয়তাসহ নিশ্চিত ওয়ারেন্টি। এছাড়াও দর্শনার্থীদের জন্য প্রতিদিন থাকবে কনসার্ট ও র্যাফেল ড্র এর আয়োজন। আজকে থেকে শুরু হওয়া সিটি আইটি মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

