রাজধানীতে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (০৫ মে) সকাল ৫টা ৫৭ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৯।
তবে প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই ভূমিকম্প অনুভূত হওয়ার খবর জানিয়েছেন। এর উৎপত্তিস্থল ছিল রাজধানী থেকে প্রায় ৪২ কিলোমিটাার দূরে।