বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার লক্ষ্যে একদফা দাবি আদায়ে রাজধানীতে সমাবেশ করবে বিএনপি।
যুগপৎ আন্দোলনের কর্মসূচি হিসেবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে সোমবার (০৯ অক্টোবর) দুপুর ২টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
এর আগে, রবিবার (৮ অক্টোবর) রাতে বিএনপি চেয়ারপারসনকে দেখতে হাসপাতালে যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, রাতে হাসপাতালে দলের চেয়ারপারসনের সার্বিক খোঁজখবর নেন মির্জা ফখরুল ইসলাম। প্রায় এক ঘণ্টা অবস্থানের পরে রাত সাড়ে ১১টার দিকে হাসপাতাল ত্যাগ করেন তিনি।