রাজধানীতে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা শুরু

0

দ্বিতীয় দিনের মতো রাজধানীতে ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য বুধবার দুপর থেকে রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ের কাছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়েছেন। যেখানে শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশ চলছে। 

আজ তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় থেকে মহাখালী পর্যন্ত পদযাত্রা করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। একই সঙ্গে রংপুর, ঢাকা, খুলনা ও ময়মনসিংহ বিভাগের শহর ও জেলায় শোভাযাত্রা করবে আওয়ামী লীগ।

গতকাল মঙ্গলবার ক্ষমতাসীন দল আওয়ামী লীগ রাজধানীসহ রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের সব নগর ও জেলা ইউনিটে এ শোভাযাত্রা বের করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here