রাজকোট টেস্টের মাঝপথেই দল ছাড়লেন অশ্বিন

0

রাজকোট টেস্টে দারুণ খেলছিলেন রবিচন্দ্রন অশ্বিন। ইংলিশ ব্যাটার জ্যাক ক্রলিকে ফিরিয়ে ৫০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন ভারতীয় এই স্পিনার। কিন্তু এরই মধ্যে শুনতে হলো দুঃসংবাদ। পরিবারের কারও গুরুতর অসুস্থতার কারণে দ্রুতই দল ছাড়তে হয়েছে তাকে।  

গতকাল রাতে এক বিবৃতিতে বিসিসিআইয়ের সচিব জয় শাহ বলেন, ‘পরিবারের কারও গুরুতর অসুস্থতার কারণে রবিচন্দ্রন অশ্বিন টেস্ট স্কোয়াড থেকে সরে দাঁড়িয়েছেন। তার এই চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বিসিসিআই অশ্বিনকে পূর্ণ সমর্থন জানাচ্ছে। আমাদের কাছে একজন খেলোয়াড় ও তার প্রিয়জনের স্বাস্থ্য ও মঙ্গল কামনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অশ্বিন ও তার পরিবারের গোপনীয়তাকে সম্মান জানানোর অনুরোধ করছি। ’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here