রাজকীয় বিয়ে জর্ডান যুবরাজের, যোগ দেন জিল বাইডেন-কেট মিডলটন

0

 

বিয়ে করলেন জর্ডানের ক্রাউন প্রিন্স হোসেন বিন আব্দুল্লাহ। বৃহস্পতিবার রাজকীয় আয়োজনে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

তাদের বিয়েতে উপস্থিত হয়েছিলেন বিশ্বের বিভিন্ন দেশের রাজপরিবারের অনেক সদস্য।

রাজকীয় এ বিয়ের আয়োজন হয় দেশটির রাজধানী আম্মানের মধ্য শতকের জাহরান প্রাসাদে। ঐতিহ্যগতভাবে বেশ গুরুত্বপূর্ণ এ প্রাসাদেই বিয়ে হয়েছিল জর্ডানের বর্তমান রাজা দ্বিতীয় আব্দুল্লাহ এবং রানি রানিয়ার। এছাড়া রাজা দ্বিতীয় আব্দুল্লাহর বাবা সাবেক রাজা হোসেন বিন তালালের বিয়েও এই এই প্রাসাদেই হয়েছিল।

নব দম্পতি হোসেন বিন আব্দুল্লাহ এবং রাজওয়া আল সেইফ দু’জনের বয়সই বর্তমানে ২৮ বছর। তাদের এ বিয়েতে মোট ১৪০ জন অতিথি উপস্থিত ছিলেন। যার মধ্যে রয়েছেন মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন এবং ব্রিটিশ রাজপুত্র প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন।

এছাড়া নেদারল্যান্ডসের রাজা উইলেম-আলেক্সান্ডার রানি ম্যাক্সিমা, বেলজিয়ামের রাজা ফিলিপ এবং ক্রাউন প্রিন্সেস এলিজাবেথ, ডেনমার্কের ক্রাউন প্রিন্স ফ্রেডরিক এবং ক্রাউন প্রিন্সেস ম্যারি এতে যোগ দিয়েছিলেন।

যুবরাজের বিয়ে নিয়ে জর্ডানের সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নতুন দম্পতিকে কাছ থেকে এক নজর দেখতে অনেক মানুষ প্রাসাদের বাইরে ভিড় করেন। সূত্র: আরব নিউজ, দ্য নিউ আরব

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here