রাচিনকে ফিরিয়ে জুটি ভাঙলেন হাসান

0

বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ২৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করে নিউজিল্যান্ড। দুই ওপেনার রাচীন রবীন্দ্র ও উইল ইয়াং মিলে ঝড়ো শুরু এনে দিয়েছেন দলকে। দু’জন মিলে অবিচ্ছিন্ন জুটিতে দলকে ৯ ওভারেই পার করে ফেলে পঞ্চাশ রানের ঘর। অবশেষে এই জুটি ভাঙলেন হাসান মাহমুদ। তাকে ছক্কায় ওড়ানোর চেষ্টায় ক‍্যাচ দিয়ে ফিরলেন রাচিন রবীন্দ্র।

ওভারের প্রথম দুই বলে হাসানকে দু’টি বাউন্ডারি মারেন উইল ইয়াং। স্ট্রাইক পেয়ে রাচিন ওড়ান ছক্কায়। এক বল পর এর পুনরাবৃত্তির চেষ্টায় তিনি ধরা পড়েন ডিপ মিডউইকেটে। দুর্দান্ত এক ক্যাচে তাকে ফেরান রিশাদ হোসেন। ভাঙে ৬৬ বল স্থায়ী ৭৬ রানের জুটি। 

এর আগে, ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২৯১ রানে অলআউট হয় বাংলাদেশ। সৌম্য সরকার ১৫১ বলে একাই করেছেন ১৬৯ রান। 

২০১৮ সালের পর প্রথমবারের মতো ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন সৌম্য। সবমিলিয়ে ক্যারিয়ারে এটি তার চতুর্থ সেঞ্চুরি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here