রাঙামাটির বাঘাইছড়িতে ফের সেতু ভেঙে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

0

মেরামত হয়েছে মাত্র চারদিন। কিন্তু আবারও সেতু ভেঙে বিচ্ছিন্ন রাঙামাটি-বাঘাইছড়ি ও খাগড়াছড়ির সড়ক যোগাযোগ। বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল। 

শুক্রবার সকাল ৮টার দিকে বাঘাইছড়ি উপজেলার চৌমোহনী কাচালং সেতুটিতে ট্রাক পারাপারের সময় সেতু ভেঙে এমন সমস্যার সৃষ্টি হয়। 

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার বলেন, খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগকে নতুন সেতুর সংযোগ সড়কের কাজ দ্রুত শেষ করার জন্য বলা হয়েছে। ছোট যানবাহন চলাচলের জন্য নতুন সেতুর এক পাশ খুলে দেওয়া হয়েছে।

খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাকসুদুর রহমান বলেন, সড়ক বিভাগের লোকজন কাজ চালিয়ে যাচ্ছে। দ্রুত যানবাহন চলাচল সচল করা হবে।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here