রাঙামাটির ছোটহরিণায় সুবিধাবঞ্চিতদের সহায়তা দিলো বিজিবি

0
রাঙামাটির ছোটহরিণায় সুবিধাবঞ্চিতদের সহায়তা দিলো বিজিবি

রাঙামাটির বরকল উপজেলার ছোটহরিণায় সুবিধাবঞ্চিত প্রতিষ্ঠান ও পরিবারের মাঝে আর্থিক সহায়তা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১২ ব্যাটালিয়ন।

সোমবার দুপুরে ছোটহরিণা বিজিবি জোনের উদ্যোগে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় এই সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়। আনুষ্ঠানিকভাবে অনুদান বিতরণ করেন ১২ ব্যাটালিয়নের জোন কমান্ডার লে. কর্নেল ইমরুল কায়েস মেহেদী।

এ সময় ভূষণছড়া ইউনিয়নের রহিমটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দারুল উলুম নূরানী তা’লীমুল কুরআন একাডেমিকে আর্থিক সহায়তা দেওয়া হয়। পাশাপাশি এলাকার দরিদ্র ও অসহায় সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের উন্নত চিকিৎসার জন্যও আর্থিক অনুদান দেওয়া হয়।

অনুষ্ঠানে লে. কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, বিজিবি শুধু সীমান্ত রক্ষার দায়িত্বই পালন করে না, মানুষের কল্যাণেও কাজ করাকে নিজেদের দায়িত্ব মনে করে। ছোটহরিণার মতো দুর্গম পার্বত্য এলাকায় বিজিবি জোন নিয়মিতভাবে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াচ্ছে।

তিনি আরও বলেন, সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে বিজিবির মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here