রাঙামাটিতে শিশু ধর্ষণে অভিযুক্ত যুবকের আমৃত্যু কারাদণ্ড

0

রাঙামাটিতে শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আসামিকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। আসামির নাম মো. ওমর সাদেক রিয়াদ (২১)। একই সাথে এক লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়। সোমবার রাঙামাটি  নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ.ই.এম. ইসমাইল হোসেন  এ আদেশ দেন। 

আদেশে বলা হয়, ২০২০ সালে ৯ অক্টোবর ভুক্তভোগী শিশুটি স্থানীয় বাচ্চাদের সাথে রাঙামাটির শান্তিনগর বাস স্ট্যান্ডে লুকোচুরি খেলছিল। খেলার এক পর্যায়ে সে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে উঠে পড়ে। ট্রাক থেকে নামার সময় আসামি মো. ওমর সাদেক রিয়াদ তাকে কাঁচি দিয়ে জিম্মি করে ট্রাকের নিচে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে ক্ষতিগ্রস্ত শিশুটির বাবা বাদী হয়ে রাঙামাটির কোতয়ালী থানায় মামলা করেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here