রাঙামাটিতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে ইউপিডিএফ কর্মী নিহত

0

রাঙামাটির বাঘাইছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক কর্মী নিহত হয়েছে। নিহতের নাম- নিপন চাকমা (৩৫)। 

শনিবার মধ্যরাতে বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নে এ ঘটনা ঘটে। এঘটনার জন্য সংগঠনটি প্রতিপক্ষ নব্য মুখোশ গ্রুপকে দায়ী করেছে। তবে এ বিষয়ে কথা বলতে নারাজ সংগঠনটির নেতারা। এ ঘটনার ওই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। 

রাঙামাটি বাঘাইছড়ি থানার কর্মকর্তা ওসি মো. ইশতিয়াক আহমেদ নিশ্চিত করে বলেন,  লাশ উদ্ধারের পর আইনী কার্যক্রম শুরু হবে। বর্তমানে এলাকার পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক আছে।

প্রসঙ্গত, পাহাড়ে আধিপত্যকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এ মাসের মাত্র ২০ দিনের ব্যবধানে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তিন কর্মী নিহত হয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here