রাঙামাটিতে ধর্ষণের অভিযোগে ২ যুবক আটক

0

রাঙামাটিতে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে ২ যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে জুরাছড়ি গ্রামবাসি। আটককৃতরা হলেন রুবেল চাকমা (২৬) ও রাসেল চাকমা (২৮)। বুধবার বিকালে রাঙামাটি ও ভারত সীমান্তবর্তী এলাকা মিজুরাম থেকে স্থানীরা তিন দিন পাহারা দিয়ে আটক করে অভিযুক্ত ওই যুবকদের। পরে রাঙামাটির সদর কোতয়ালী থানায় হস্তান্তর করেন ওই এলাকার গ্রাম প্রধান। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাঙামাটি জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়ন থেকে দুই তরুণী সদর উপজেলার বসন্ত পাংখুয়ার পাড়ায় বেড়াতে আসে। রাতে অনুষ্ঠানে যোগ দিতে ঘর থেকে বের হলে স্থানীয় রুবেল চাকমা  ও রাসেল চাকমাসহ চার বন্ধু তাদের গতিরোধ করে। এ সময় এক বান্ধবী পালিয়ে গেলেও অন্যজনকে ওই যুবকরা তুলে নিয়ে যায় জঙ্গলের জুম মাচাং ঘরে। সেখানে তাকে দলবদ্ধভাবে ধর্ষণ করে। পরে ক্ষতিগ্রস্ত তরুণী তার পরিবারকে জানালে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়। ওই এলাকার গ্রামপ্রধান বিষয়টি পুলিশকে অবগত করে। ক্ষতিগ্রস্ত তরুণীকে হাসপাতালে ভর্তি করে।
রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহেদুল ইসলাম বলেন, প্রথমে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে মুখে অভিযোগ পেলেও বিষয়টি আমরা মোটেও হালকাভাবে দেখিনি। পুলিশ তদন্ত শুরু করে। একই সাথে গ্রামবাসীকে কাজে লাগায় আসামিদের সনাক্ত করতে। গ্রামবাসিরাই অভিযুক্ত যুবককে আটক করেছে রাঙামাটি ও ভারত সীমান্তবর্তী এলাকা মিজুরাম থেকে। পরে পুলিশের কাছে হস্তান্তর করে। এ পরে অভিযুক্ত তরুণীর বাবা ৪ জনকে আসামি করে কোতয়ালীতে মামলা দায়ের করেন। 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here