রাঙামাটিতে চতুর্থ পর্যায়ে ঘর পেল ৮৩৯টি পরিবার

0

প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় রাঙামাটিতে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ পেয়েছে ৪৩৯টি পরিবার।

বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন ঘর হস্তান্তর উদ্বোধনের পর রাঙামাটি জিমনেসিয়াম মিলানায়তনে উপকার ভোগীরদের মধ্যে ঘরের চাবি ও দলিল তুলে দেন খাদ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার। এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়নের বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here