রাঙামাটিতে কাঠের ট্রাকে সন্ত্রাসীদের হামলা, চালক গুলিবিদ্ধ

0

চাঁদা না পেয়ে রাঙামাটিতে চলন্ত কাঠের ট্রাকে ব্রাশফায়ার করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। এসময় গুলিবিদ্ধ হয় ট্রাকচালক মো. শহিদুল ইসলাম (৪৫)। 

মঙ্গলবার (১০ অক্টোবর) রাঙামাটি চট্টগ্রাম মহাসড়কে ধেপ্পোছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর উৎকণ্ঠা বিরাজ করছে রাঙামাটি শহরে। তবে শহরসহ প্রধান সড়কে পুলিশ ও সেনাবাহিনী টহল জোরদার করা হয়েছে। 

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে সেনাবাহিনী ও পুলিশ। কিন্তু তার আগেই ঘটনাস্থল ত্যাগ করে সশস্ত্র সন্ত্রাসীরা। পরে পুলিশ ও সেনাবাহিনী আহত ট্রাক চালককে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

এ খবর রাঙামাটি শহরে ছড়িয়ে পরলে কাঠ ব্যবসায়ী ও ট্রাক মালিক শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। শহরের ট্রাক টার্মিনাল এলাকায় সড়কে ব্যারিকেড  ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। পুরো রাঙামাটি শহরের পুলিশ ও সেনা টহল জোরদার করা হয়। 

রাঙামাটি কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে  বলেন, পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে। সশস্ত্র সন্ত্রাসীদের চিহ্নিত করে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করা হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here