বিয়ে বিচ্ছেদ সংক্রান্ত ঝুট-ঝামেলার পরে কেটেছে মাত্র কয়েক মাস। ফের শিরোনামে ভারতের বিতর্কিত টেলিভিশন তারকা রাখি সাওয়ান্ত। বিষয়, তার ও প্রাক্তন স্বামী আদিল দুরানির খানের দাম্পত্য কলহ। বিবাহবিচ্ছেদের পরেও ইতি পড়েনি সেই কলহে।
রাখি এবার সাবেক স্বামী আদিলের বিরুদ্ধে তার আপত্তিকর ভিডিও বিক্রির অভিযোগ তুলেছেন। এ নিয়ে মুখ খুলেছেন সদ্য কারামুক্ত আদিল। তিনি বললেন, নগ্ন ভিডিও শুট করা রাখির পেশা। প্রচুর প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইটে রাখির বেশ কিছু ‘নিষিদ্ধ’ ভিডিও দেখতে পাওয়া যাবে।