রাখাইনে আবারও গোলার শব্দ

0

কক্সবাজারের নাফ নদের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে আবারও গোলার শব্দ শোনা গেছে। সীমান্তের ওপারে সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি নিয়ন্ত্রিত এলাকায় এসব গুলির শব্দ শোনা যায়। গোলাগুলির এসব ঘটনা জান্তা সমর্থিত বাহিনী ও আরাকান আর্মির মধ্যকার কিনা নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার রাত ১১টার দিকে টেকনাফের সীমান্তবর্তী এলাকা শাহপরীর দ্বীপ, নোয়াপাড়া, সাবরাং ও টেকনাফ পৌর এলাকা থেকে পরপর দুটি গোলার শব্দ শোনা যায়।

এর আগে, ৫ ডিসেম্বর সবশেষ সীমান্তের এপারে রাখাইনে বোমা বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা গিয়েছিল।

টেকনাফ শাহপরীর দ্বীপের বাসিন্দা মোহাম্মদ হাশিম বলেন, প্রায় তিন মাস রাখাইনে গোলাগুলি ও বোমা বিস্ফোরণের শব্দ শোনা যায়নি। শুক্রবার নতুন করে আবারো গুলির শব্দ শুনেছি। তবে শুক্রবার গোলাগুলির ঘটনায় তেমন বিকট শব্দ শোনা যায়নি।

সাবরাং ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সালাম বলেন, স্থানীয় লোকজন রাতে রাখাইনে গোলার শব্দ শুনেছেন এমন‌ তথ্য আমাকে জানিয়েছেন। গোলার শব্দ শোনা গেলেও স্থানীয়দের মাঝে তেমন আতঙ্ক নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here