রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ড্রোন বিধ্বস্ত : স্থগিত নাহিদদের ম্যাচ

0

ভারত-পাকিস্তানের চলমান রাজনৈতিক উত্তেজনা এবার সরাসরি পড়ল ক্রিকেট মাঠে। বৃহস্পতিবার রাতে পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়াম সংলগ্ন এলাকায় বিধ্বস্ত হয়েছে একটি ভারতীয় ড্রোন, যার ফলে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) গুরুত্বপূর্ণ একটি ম্যাচ স্থগিত করতে বাধ্য হয়েছে আয়োজকরা।

বাংলাদেশ সময় রাত ৯টায় রাওয়ালপিন্ডিতে শুরু হওয়ার কথা ছিল করাচি কিংস ও পেশোয়ার জালমির মধ্যকার ম্যাচ। তবে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ম্যাচটি বাতিল করা হয়েছে। পেশোয়ার জালমির হয়ে পিএসএলে অংশ নিচ্ছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা, যিনি এরই মধ্যে পাকিস্তানে অবস্থান করছেন। এছাড়া রিশাদ হোসেন** আছেন লাহোর কালান্দার্সের হয়ে।

পিসিবি সূত্র জানিয়েছে, পিএসএলের বাকি ম্যাচগুলো করাচিতে স্থানান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। যদিও বুধবার পিসিবির জরুরি সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে বর্তমান রাজনৈতিক উত্তেজনার মধ্যেও টুর্নামেন্ট চালিয়ে নেওয়া হবে। কিন্তু বৃহস্পতিবারের ড্রোন দুর্ঘটনা নতুন করে বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।

পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ভারতীয় ড্রোনটি স্টেডিয়ামের কাছে একটি রেস্তোরাঁয় আছড়ে পড়ে। এতে দুইজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন, এবং বর্তমানে তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

ড্রোনটি নজরদারির জন্য ব্যবহার করা হয়েছিল, নাকি এতে বিস্ফোরক দ্রব্য ছিল—এ বিষয়েও স্থানীয় পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। ওই এলাকায় বিস্তারিত তল্লাশি চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here