ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, ‘মুসলিম দেশগুলোকে অবশ্যই ইসরায়েলের সাথে সব ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে।’ তার দাবি, ইসরায়েল ফিলিস্তিনি জনগণের সাথে যে অপরাধ করছে তা বন্ধ করতে চাপ তৈরি করতে হবে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সাথে ফোনালাপে রবিবার রাইসি বলেছেন, ‘মার্কিন প্রশাসন ধারাবাহিকভাবে ইসরায়েলকে সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা করে যাচ্ছে। গাজায় ইসরায়েলের আক্রমণ ও আগ্রাসন থামানোর সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে দেশটির সাথে সবরকম রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করা।’
এখনো যুদ্ধবিরতি কার্যকরের কোনো উদ্যোগ নিচ্ছে না ইসরায়েল। দেশটি এরই মধ্যে চার শতাধিক আন্তর্জাতিক বিধান লঙ্ঘন করে গাজায় হামলা অব্যাহত রেখেছে। রাইসির মতে ইসরায়েল চরম আগ্রাসী, দেশটির কোনো মানবিক স্বভাব নেই।
মুসলিম বিশ্বকে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট রাইসি। তিনি দ্রুতই গাজায় চলমান ইসরায়েলি গণহত্যা বন্ধ করতে পদক্ষেপ নিতে বলেছেন।