রসগোল্লার জিআই পণ্যের স্বীকৃতি মেলায় গোপালগঞ্জে উচ্ছ্বাস

0

দেশের ২৩তম জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে গোপালগঞ্জের রসগোল্লা। এই স্বীকৃতিতে উচ্ছ্বসিত গোপালগঞ্জবাসী। এ জেলায় রয়েছে প্রায় তিন শতাধিক রসগোল্লা তৈরির মিষ্টির দোকান।

গত ৮ফেব্রুয়ারি শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্ক অধিদপ্তর গোপালগঞ্জের রসগোল্লাকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতির অনুমোদন দেয়। 

শুধু দেশ বা বিদেশ নয় নিজ জেলার ব্র্যান্ডিং হিসেবে জিআই (ভৌগলিক নিদর্শন) সনদ পাওয়ায় জেলার নামকে আরো প্রসিদ্ধ করার পাশাপাশি অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে বলে মনে করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

গোপালগঞ্জের বাসিন্দা ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদার বলেন, ছোটবেলা থেকে দত্তের রসগোল্লা খেয়ে আসছি। সেই ছোট বেলায় রসগোল্লার যে স্বাদ ছিলো এখনও মনে হয় সেই একই রকম আছে। গোপালগঞ্জের রসগোল্লা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় গোপালগঞ্জবাসী হিসেবে আমি গর্বিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here