বরিশালের গৌরনদীতে দেশীয় প্রযুক্তিতে তৈরি কপিকলের রশি ছিঁড়ে গাছের আঘাতে দুই শ্রমিক প্রাণ হারিয়েছেন; আহত হয়েছে আরও দুই জন। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার গৌরনদী-গোপালগঞ্জ সড়কের শাওড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শ্রমিক হলেন গৌরনদী পৌরসভার দক্ষিণ বিজয়পুর মহল্লার প্রয়াত মোসলেম উদ্দিন খানের ছেলে হারুন খান (৫০) ও নরসিংহল পট্টি গ্রামের মফসের আলী হাওলাদারের ছেলে শহিদ হাওলাদার (৩৫)।
তিনি আরও জানান, তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শহীদের মৃত্যু হয়েছে। অপর দুই শ্রমিক চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।