মিরপুর টেস্টে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি আফগানিস্তান। ৫৪৬ রানের রেকর্ডগড়া পাহাড়সমান ব্যবধানে হেরে যায়। যদিও দলটিতে ছিল না রশিদ খান, মুজিব উর রেহমানদের মধ্যে বিশ্বসেরা স্পিনাররা। ওয়ানডে সিরিজ দুজনের সঙ্গে ফিরেছেন মোহাম্মদ নবী। শক্তিশালী দল নিয়ে খেলতে নামছে আফগানিস্তান। এই দল নিয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ভালো করার স্বপ্ন দেখছেন আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদী।
গতকাল চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন শেষে মিডিয়ার মুখোমুখিতে আফগান অধিনায়ক বলেন, ‘রশিদ আমাদের জন্য অনেক বড় নাম। একাদশে যখন রশিদের মতো ক্রিকেটার থাকে, অধিনায়ক হিসেবে এটি আমাকে অনেক বেশি আত্মবিশ্বাস দেয়। এটি আমাদের জন্য ইতিবাচক দিক। সে টেস্ট ম্যাচটি খেলেনি। এখন ওয়ানডে সিরিজে আছে। আমি জানি, সে আমাদের জন্য ভালো কিছু করবে।’
বাংলাদেশের প্রশংসা করে শাহিদী বলেন, ‘বাংলাদেশ সবসময় নিজেদের মাঠে ভালো খেলে। ওয়ানডেতে গত কয়েক বছর ধরে তারা ভালো খেলছে। তবে আমরাও ভালোভাবে প্রস্তুতি নিয়ে এসেছি। আমরা ওয়ানডেতে গত দুই বছর ভালো খেলেছি। সুপার লিগ থেকে আমরা সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করেছি। আমরা ৯টি ম্যাচ খেলিনি। তবু এর মধ্যেই আমরা কোয়ালিফাই করেছি। আমরা এখানে ভালো খেলতে চাই। দুই দলের মধ্যে ভালো একটি লড়াই হবে।’