অস্ট্রেলিয়ায় মেলবোর্ন শো গ্রাউন্ডে গত ২১ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে রয়্যাল মেলবোর্ন শো। রয়্যাল এগ্রিকালচারাল সোসাইটি ভিক্টোরিয়ার উদ্যোগে ১৮৪৮ সাল থেকে প্রতিবছর কৃষিপণ্য, গবাদিপশু, হস্ত ও কারুপণ্য, ঐতিহ্যবাহী খাবার, বিভিন্নরকম জ্যাম বিস্কুট রুটি কেক ইত্যাদির প্রতিযোগিতা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
সাত দিনব্যাপী এই আয়োজনকে ঘিরে থাকে মেলা ও কনসার্ট।