রমজান আলী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

0

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চাঞ্চল্যকর রমজান আলী হত্যা মামলার প্রধান আসামি শফিকুল ইসলাম ওরফে ভুটু মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতার শফিকুল ইসলাম গোবিন্দগঞ্জ উপজেলার রামপুরা উত্তরপাড়া গ্রামের মৃত শরিফ উদ্দিন দুদুর ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত রমজান আলী এবং আসামি শফিকুল ইসলাম ওরফে ভুটু মিয়া প্রতিবেশী হওয়ায় তাদের মধ্যে জমিজমাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার রামপুরা গ্রামে নিহত রমজান আলী, শফিকুল ইসলাম ওরফে ভুটু মিয়ার প্রতিবন্ধী মেয়ে শিমু আক্তারকে কটু কথা বলে। এতে ভুটু মিয়াসহ আরো ৮ থেকে ৯ জন আসামি উত্তেজিত হয়ে রমজান আলীকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর যখম করে। চিৎকার চেঁচামেচিতে স্থানীয় ও রমজান আলীর স্বজনরা এগিয়ে আসলে আসামিরা পালিয়ে যায়। পরে স্বজনরা গুরুতর যখম অবস্থায় উদ্ধার করলেও ঘটনাস্থলেই রমজান আলীর মৃত্যু হয়।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুর দেড়টার দিকে র‌্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধার সাঘাটা উপজেলার পদুমশহর এলাকায় অভিযান পরিচালনা করে শফিকুল ইসলাম ওরফে ভুটু মিয়াকে গ্রেফতার করে।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here