আসন্ন রমজানে আরব আমিরাত খুচরা পর্যায়ে ৯টি প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে। দেশটির অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, মন্ত্রণালয়েরর পূর্ব অনুমতি ছাড়া বিক্রেতারা এসব পণ্যের দাম কোনোভাবেই বৃদ্ধি করতে পারবে না।
গালফ নিউজের খবর অনুসারে, পণ্যগুলো হলো— রান্নার তেল, ডিম, দুগ্ধজাত পণ্য, চাল, চিনি, পোল্ট্রি, শিম, রুটি এবং আটা।
আব্দুল্লাহ সুলতান আল ফান আল সামসি নামের এই কর্মকর্তা আরও বলেছেন, ভোক্তার সব প্রয়োজনীয়তা পূরণ হচ্ছে এবং তাদের অবিবেচকভাবে বৃদ্ধি পাওয়া দামে পণ্য কিনতে হচ্ছে না মন্ত্রণালয় তা নিশ্চিত করবে