মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, বিশ্বজুড়ে মুসলমানরা রমজান মাস পালন শুরু করায় ফিলিস্তিনি জনগণের দুর্ভোগের বিষয়টি তার মনে রয়েছে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র গাজায় আরও মানবিক ত্রাণ পেতে প্রচেষ্টা অব্যাহত রাখবে এবং হামাসের হাতে আটক বন্দীদের মুক্তির চুক্তির অংশ হিসেবে ‘কমপক্ষে ছয় সপ্তাহের জন্য তাৎক্ষণিক ও টেকসই যুদ্ধবিরতি প্রতিষ্ঠায়’ বিরতিহীনভাবে কাজ করবে।
গাজার ফিলিস্তিনিরা এক ভিন্ন রমজানের সময় কাটাতে যাচ্ছেন। ছিটমহলের ২৩ লাখ মানুষের অর্ধেক দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় বসবাস করছে। অনেকে প্লাস্টিকের তাঁবুতে বাস করছে এবং খাবারের তীব্র ঘাটতির মুখোমুখি হচ্ছে। এত কষ্ট সত্ত্বেও কেউ কেউ আলো ও লণ্ঠন দিয়ে তাঁবু সাজিয়ে উল্লাস খোঁজার চেষ্টা করেছেন।