রমজানের প্রথম ১০ দিনে দুবাইয়ে গ্রেফতার ৩৩ ভিক্ষুক

0

রমজানের প্রথম ১০ দিনে বিভিন্ন দেশের ৩৩ ভিক্ষুককে গ্রেফতার করেছে দুবাই পুলিশ।

সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক ‘গালফ নিউজ’ রবিবার (১৬ মার্চ) তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, মূলত ভিক্ষার বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবেই তাদের গ্রেফতার করা হয়। এই অভিযানের স্লোগান হলো ভিক্ষা মুক্ত একটি সচেতন সমাজ।

অভিযানটি কৌশলগত অংশীদারদের সহযোগিতায় পরিচালিত হচ্ছে। যার মধ্যে রয়েছে দুবাইয়ের রেসিডেন্সি ও বিদেশবিষয়ক জেনারেল ডিরেক্টরেট, সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ, দুবাই পৌরসভা, ইসলামিক ও দাতব্য কার্যক্রম বিভাগ এবং আল-আমিন সার্ভিস।

জেনারেল ডিপার্টমেন্ট অব ক্রিমিনাল ইনভেস্টিগেশনের সন্দেহভাজন ও অপরাধমূলক ঘটনা বিভাগের উপ-পরিচালক কর্নেল আহমেদ আল ওদাইদি বলেন, অব্যাহত অভিযান ও গ্রেফতারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কারণে ভিক্ষুকের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। 

সূত্র: গালফ নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here