রমজানের প্রথম জুমায় মালয়েশিয়ার মসজিদগুলোতে মুসল্লিদের উপচে পড়া ভিড়

0

চলছে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র মাহে রমজান। বছরের অন্যান্য মাসের চেয়ে রমজান মাস সমগ্র মুসলিম উম্মাহর কাছে অনেক তাৎপর্যপূর্ণ। তাইতো প্রতিদিনের পাঁচ ওয়াক্ত নামাজ আদায় ছাড়াও রাতে তারাবি ও তাহাজ্জুদ পড়ারও আগ্রহ থাকে ব্যাপক। 

পবিত্র রমজান মাসে জুমার দিনে মসজিদগুলোতে বছরের অন্যান্য দিনের তুলনায় মুসুল্লিদের ভিড় থাকে একটু বেশি। 

শুক্রবার পবিত্র রমজান মাসের প্রথম জুমায়  রাজধানী কুয়ালালামপুরসহ সারা দেশের মসজিদে মসজিদে ছিল ধর্মপ্রাণ মুসল্লিদের উপচে পড়া ভিড়। যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যে রমজানের প্রথম জুমার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। প্রতিটি মসজিদে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।

এদিন নামাজের খুতবায় রোজার গুরুত্ব, তাৎপর্য ও জরুরি মাসলা-মাসায়েল সম্পর্কে বিশেষ বয়ান করেন খতিবরা। নামাজ শেষে দেশ, জাতি আর বিশ্বের সব মানুষের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

জুমার আজানের আগে থেকেই দেশটির জাতীয় মসজিদ মসজিদ নেগারাসহ রাজধানীর বড় মসজিদগুলোতে মুসল্লিদের ব্যাপক আনাগোনা শুরু হয়। নামাজের আগে কানায় কানায় ভরে যায় মসজিদগুলো। অনেকে মসজিদের ভেতরে জায়গা না পেয়ে বারান্দা, মসজিদের পার্শ্ববর্তী খোলা মাঠে নামাজ আদায় করেছেন।

কুয়ালালামপুর ছাড়াও অন্যান্য প্রদেশ ও বড় শহরের কেন্দ্রীয় মসজিদগুলোতেও মুসুল্লিতে ভরপুর ছিল বলে খবর পাওয়া গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here