রাজবাড়ীতে মাহে রমজানকে স্বাগত জানিয়ে র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় রাজবাড়ী ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের আয়োজনে সংগঠনটির জেলা কার্যালয় থেকে র্যালিটি বের করা হয়। র্যালিটি জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সভাপতি মুফতী শামসুল হুদা, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাব্বির হুসাইন, হাফেজ শেখ আব্দুল্লাহ, ইসলামী যুব আন্দোলনের রাজাবড়ী জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক মুহাম্মদ বেলাল হুসাইন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সভাপতি মুহাম্মদ আ. রহিম আল মাহমুদ সুমন, সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু রায়হান গিফারীসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।