বাছাইকরা রবীন্দ্রসঙ্গীতের পসরা সাজিয়ে বসেছিলেন দুই শিল্পী। একের পর এক গান গেয়ে গেছেন কিন্তু শ্রোতাদের এতোটুকু নড়াচড়া নেই, সবাই যেন সুরের মধ্যেই বিভোর হয়ে আছেন। এমনই এক পরিবেশ সৃষ্টি হয়েছিলো টরন্টোর হোপচার্চ মিলনায়তনে আয়োজিত শ্রাবণ সন্ধ্যায় রবীন্দ্র গানের আসরে।
‘শ্রাবণ সন্ধ্যার রবীন্দ্রগান’ শিরোনামের এই আয়োজনে খ্যাতিমান রবীন্দ্রসঙ্গীত শিল্পী পার্থ সারথী সিকদার এবং মিতুল দত্ত তাদের অসাধারন পরিবেশনায় শ্রোতাদের মুগ্ধ করেছেন। ছায়ানটের সাবেক কোষাধ্যক্ষ প্রদীপ নাগের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওয়াহিদ আজগর।
টরন্টোয় বসবাসরত শিল্পী পার্থ সারথী সিকদার ছায়ানট সঙ্গীত বিদ্যায়তনের শিক্ষার্থী এবং শিক্ষক। সঙ্গীতগুণী ওয়াহিদুল হক ও সনজীদা খাতুনের তত্ত্বাবধানে তার রবীন্দ্রসঙ্গীত শিক্ষার ভিত তৈরি। সঙ্গীতের বিভিন্ন পন্ডিত শিল্পীর ছোঁয়ায় তিনি নিজেকে আরোও বিজ্ঞ এবং বিকশিত করেছেন।
আর মিতুল দত্তের রবীন্দ্রসঙ্গীত সাধনা পরিপক্কতা লাভ করে শিল্পী মিতা হকের তত্ত্বাবধানে। দীর্ঘদিন গুরু মিতা হকের কাছে প্রশিক্ষণ লাভের পাশাপাশি বিভিন্ন সময়ে সঙ্গীতজ্ঞ ওয়াহিদুল হকের কাছেও তার বিশেষ প্রশিক্ষণ নেবার সুযোগ হয়। অকাল প্রয়াত মিতা হকের স্নেহধন্য অন্যতম প্রিয় ছাত্রী মিতুল বর্তমানে শিল্পী পার্থ সারথী সিকদারের তত্ত্বাবধানে সঙ্গীত চর্চা করে যাচ্ছেন।