দুই দিনের সফরে বাংলাদেশে সফরে আসছেন জাতিসংঘের শান্তিরক্ষা বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল জিন পিয়েরে ল্যাক্রোইক্স।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে আগামীকাল রবিবার (২৫ জুন) বাংলাদেশ সফর করবেন জাতিসংঘ শান্তিরক্ষা প্রধান।
ঢাকায় অবস্থানকালে ২০২৩ সালের জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠকের (ইউএনপিকেএম) প্রস্তুতিমূলক আলোচনায় যোগ দেবেন জিন পিয়েরে।
২০২৩ সালের ৫ ও ৬ ডিসেম্বর ঘানার আক্রায় শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠক আয়োজন হবে।
এর আগে এটি ২০২১ সালে সিউল ও ২০১৪ সালে রাষ্ট্রপ্রধান, সরকার বা মন্ত্রী পর্যায়ে অনুষ্ঠিত একাধিক বৈঠকের মধ্যে সর্বশেষ বৈঠক হতে যাচ্ছে।