রণবীরের সঙ্গে ট্রাম্পের হবু পুত্রবধূর নাচের ভিডিও ভাইরাল

0
রণবীরের সঙ্গে ট্রাম্পের হবু পুত্রবধূর নাচের ভিডিও ভাইরাল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলের হবু স্ত্রী বেটিনা আন্ডারসনের একটি নাচের ভিডিও এখন সামাজিক মাধ্যমে দারুণ ভাইরাল। বলিউড তারকা রণবীর সিংয়ের সঙ্গে তার এই নাচ এখন নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দু।

হিন্দুস্তান টাইমস জানায়, সম্প্রতি ভারতের রাজস্থানের উদয়পুরে এক বিলাসবহুল বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন ট্রাম্প জুনিয়র ও বেটিনা। আমেরিকা প্রবাসী ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী রামা রাজু মন্তেনার মেয়ে নেত্রা মন্তানার বিয়েতেই এই তারকা সমাগম দেখা গেছে।

অনুষ্ঠানের এক পর্যায়ে রণবীর সিং মঞ্চে উঠে প্রথমে ট্রাম্প জুনিয়র ও বেটিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর নিজের সিনেমা রকি অর রানি কি প্রেম কাহানি এর ‘হোয়াট ঝুমকা’ গানের তালে বেটিনার হাত ধরে নাচ শুরু করেন তিনি। রণবীরের প্রাণচঞ্চল স্টেপের সঙ্গে তাল মিলিয়ে বেটিনাও মুহূর্তেই নাচে যুক্ত হন আর দুইজন মিলে পুরো পরিবেশ জমিয়ে তোলেন।

মঞ্চের এই প্রাণবন্ত নাচ দেখে ট্রাম্প জুনিয়রও খুশি হয়ে হাততালি দিতে থাকেন। অনুষ্ঠান উপস্থিত অতিথিরা মুহূর্তটি ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলে তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়।

ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও বেটিনা আন্ডারসন দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন এবং শিগগিরই তাদের বিয়ে হওয়ার কথা আছে। অন্যদিকে রণবীর সিং সিনেমার পাশাপাশি লাইভ অনুষ্ঠানে তার উদ্দীপনাময় নাচ ও আকর্ষণীয় উপস্থিতির জন্য বরাবরই দর্শকদের মন জয় করে থাকেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here