রণবীর কাপুরের মা নীতু কাপুর দিন কয়েক আগে একটি ধোঁয়াশাপূর্ণ পোস্ট করেছিলেন। স্পষ্ট করে বোঝা না গেলেও অনুরাগীরা ধরে নিয়েছিলেন, পোস্টের লক্ষ্য রণবীরের প্রাক্তন বান্ধবী ক্যাটরিনা কাইফ।
ক্যাটরিনার মা আবার একটি রহস্যঘেরা পোস্ট করলেন ঠিক এর পরেই, যা পড়ে অনেকেরই মনে হল, এটি নীতুর পোস্টের প্রত্যুত্তর।
যদিও এই মন্তব্যের জন্য সমালোচিত হয়েছেন নীতু। অনেকেই ধরে ফেলেছেন, নাম উল্লেখ না করলেও তিনি বিঁধেছেন ক্যাটরিনাকে।
ক্যাটরিনা বহু দিন ‘ব্রহ্মাস্ত্র’-এর নায়কের সঙ্গে সম্পর্কে ছিলেন। ক্যাটরিনার মা সুজান টারকোট একটি উদ্ধৃতি শেয়ার করে ইনস্টাগ্রামে লেখেন, “আমি বাড়ির পরিচর্যাকারী একজন মানুষ আর কোনও সংস্থার প্রধানকে সমান মর্যাদা দেওয়ার শিক্ষা পেয়েছি।”
ক্যাটরিনার মায়ের মন্তব্য লুফে নিলেন নেটাগরিকরা। নীতুর পোস্টের পাল্টা জবাব হিসেবে ধরে নিয়ে একজন লিখলেন, “এই পোস্ট যথাযথ হয়েছে।” হৃদয়চিহ্ন এঁকে আরেকজন লিখেছেন, “যেমন মা, তেমন মেয়ে।”
কেউ লিখলেন, “ভাল বলেছেন। আপনার মেয়েকেও আপনি তেমনটাই শিখিয়েছেন।”
আবার কেউ লিখলেন, “ক্যাটরিনা একজন সুপারস্টার এবং ইন্ডাস্ট্রির সম্রাজ্ঞী। লোকজন ঈর্ষাকাতর, কারণ তারা ক্যাটরিনার পর্যায়ে পৌঁছতে পারবে না।”
ক্যাটরিনার মায়ের উত্তরের প্রশংসা করে কেউ লিখলেন, “আপনি খুব সুন্দর করে সফলভাবে আপনার কন্যাকে বড় করেছেন।”
ক্যাটরিনা এবং রণবীরের পথ অবশ্য আলাদা হয়ে গেছে বহু দিন আগেই। এখন ক্যাটরিনা ভিকি কৌশলের স্ত্রী, অন্যদিকে রণবীর বিয়ে করেছেন আলিয়া ভাটকে।