বছরের শুরুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়ে গেছে ‘ধুরন্ধর’ ছবির শুটিংয়ের একটি ভিডিও ক্লিপ। যেখানে দেখা যায়, পাঠান স্যুট পরিহিত রণবীর সিংয়ের ছবি। মাথায় লম্বা চুল, মুখে দাড়ি। শুধু তা-ই নয়, বোঝা যাচ্ছে অ্যাকশন দৃশ্যের বেশ মিল রয়েছে সন্দীপ রেড্ডি বঙ্গার ‘অ্যানিম্যাল’-এর সঙ্গে।
ভাইরাল হওয়া ভিডিও দেখে নেটিজেনদের একাংশ বলেন, রণবীর সিংয়ের চেহারা আসলে রণবীর কাপুরের থেকে অনুপ্রাণিত। কেউ কেউ আবার বলেছেন, ‘অ্যানিম্যাল’-এর রণবিজয় যদি বলবীর সিংয়ের মতো বড়লোকের ঘরে না জন্মে মধ্যবিত্ত পরিবারে জন্মাত তাহলে ঠিক ‘ধুরন্ধর’-এর রণবীর সিংহের মতোই দেখতে লাগত।
এমনকি এক নেটিজেন সরাসরি তুলনা করেছেন ‘অ্যানিম্যাল’-এর ফাঁস হওয়া প্রথম লুকের সঙ্গে। সেখানে ঠিক যেভাবে রণবীর কাপুরকে দেখা গেছে একটি গাড়ির গায়ে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে সেভাবেই দেখা গেছে রণবীর সিংকে।
রণবীর বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেতা, যিনি যে কোনও চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারেন। ২০১৮ সালে দীপিকা পাড়ুকোনের বিপরীতে ‘পদ্মাবত’-এ অভিনয় করেছিলেন। তার অভিনয় গুণে আর চিত্রনাট্যের কৌশলে খলনায়ক ‘খলজি’-ও দর্শকের মন পেয়েছিল।
২০২৩ সালে মুক্তি পেয়ছিল রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’। সেখানে অবশ্য রণবীর নিজেই নায়ক, কিন্তু তার চরিত্র ছিল উগ্র পৌরুষের নিদর্শন। রণবীর সিংয়ের অনুরাগীরা তাই বলছেন, ‘অ্যানিম্যাল’-এর পরিকল্পনা তৈরি হওয়ার আগেই ‘অ্যানিম্যাল’ চরিত্রে অভিনয় করে ফেলেছেন রণবীর সিংহ।