রণবীরের ডন ছাড়ছেন কিয়ারা, বিপাকে ফারহান

0

বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ও বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি বিয়ে করেছিলেন। দাম্পত্য জীবনের দুই বছর পার করে খুশির খবর দিলেন তারা। তাদের সংসারে আসতে চলেছে নতুন সদস্য। এতে মাতৃত্বের কারণেই ফারহান আখতারের ‘ডন থ্রি’ সিনেমা থেকে নাম কাটা যাচ্ছে তার। অন্তঃসত্ত্বা হওয়ার কারণেই সিনেমাটি নাকচ করে দিয়েছেন নায়িকা। ফলে গুঞ্জন শুরু হয়েছে আবারও পিছিয়ে যাচ্ছে সিনেমাটি।

বলিউডের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ডন’। অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের পর এবার ডন চরিত্রে দেখা যাবে রণবীর সিংকে। এছাড়া কারিনা কাপুর ও প্রিয়াংকা চোপড়ার মতো বড় তারকারাও অভিনয় করেছে সিরিজটিতে। এবার তৃতীয় পর্বে নাম লিখিয়েছিলেন কিয়ারা। এর মাধ্যমে প্রথমবার জুটি বাঁধার সুযোগ হয় রণবীরের সঙ্গে। এখন শোনা যাচ্ছে, ডন থ্রি করবেন না কিয়ারা। ইতিমধ্যে এই সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

কিয়ারা বর্তমানে ‘টক্সিক’ এবং ‘ওয়ার ২’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। চলতি বছরের মাঝামাঝি সময়ে ডন থ্রির শুটিং শুরুর কথা। এ সময় তিনি মাতৃত্বকালীন বিরতি নিতে চাইছেন। কারণ প্রেগন্যান্সি পর্বটা পরিবারের সঙ্গেই কাটাতে চান। আর অভিনেত্রীর সিদ্ধান্তকে মেনে নিয়েছেন নির্মাতারা। ইতোমধ্যেই ডন থ্রি’র জন্য নতুন নায়িকা খোঁজা শুরু করেছেন তারা।

তবে এ নিয়ে এখনো কিয়ারা ও নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি। ডন থ্রি নিয়ে পরিচালক ফারহান আখতার যেন বিপদেই পড়েছেন। দ্বিতীয় পর্বের পর প্রায় ১৬ বছর পেরিয়ে গেছে। সবকিছু গুছিয়ে আনার পর শাহরুখ খান সিনেমাটি করতে রাজি হননি। এরপর রণবীরকে পছন্দ করেন নির্মাতা। এই সিদ্ধান্তের কারণে তুমুল সমালোচনার শিকার হন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here