রড ও কাঠ দিয়ে স্ত্রীকে বেধড়ক মারধর, স্বামী গ্রেফতার

0

 নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে হত্যা চেষ্টার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দমদমা গ্রামে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে ভুক্তভোগী স্ত্রী সাদিয়া আক্তার বাদী হয়ে সোনারগাঁ থানায় মাদকাসক্ত স্বামী উজ্জ্বল (২৮) ও তার শাশুড়ি মনোয়ারা বেগম (৬০) এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। স্বামীকে গ্রেপ্তারর পর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়।

ভুক্তভোগী সাদিয়ার মা জানান, পালিত মেয়ে সাদিয়াকে (২০) গত দুই বছর আগে মোগরাপাড়া দমদমা এলাকার মৃত শাহ জাহান মিয়ার ছেলে উজ্জ্বলের সঙ্গে বিয়ে দেই। বিয়ের পর থেকেই ৩ লাখ টাকা যৌতুকের জন্য মারধর করে আসছে। সর্বশেষ গত বুধবার (২ এপ্রিল) বিকেলে তার শাশুড়ি ও জামাই মিলে হত্যার উদ্দেশ্যে রড ও কাঠের টুকরো দিয়ে বেধড়ক মারধর করে।

তিনি বলেন, উজ্জ্বলকে বেশ কয়েকবার রিহ্যাবে রেখে চিকিৎসা করার পরও সে মাদকাসক্ত। আমার মেয়েকে পেটানোর সময় স্থানীয়রা তার চিৎকারে এগিয়ে আসলে ক্ষোভে তার শাশুড়িও মারধর করে। বিষয়টি জানার পর আমি গিয়ে মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। বর্তমানে আমার মেয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ভুক্তভোগী সাদিয়াকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। অভিযুক্ত স্বামী উজ্জ্বলকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here