রজনীকান্তের সিনেমা দেখতে চেন্নাইয়ে জাপানি দম্পতি (ভিডিও)

0

রজনীকান্ত, ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা। তামিল সিনেমার সুপারস্টার। তার সিনেমা মানেই অন্যরকম উন্মাদনা। দীর্ঘ দুই বছর পর মুক্তি পেল তার নতুন সিনেমা ‘জেলার’।

নেলসন দিলীপ কুমার নির্মিত এ সিনেমা আগামী ১০ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায়। প্রিয় তারকার সিনেমাটি দেখতে ভারতে এসেছেন জাপানি এক দম্পতি। 

ডার্ক কমেডি ও অ্যাকশন ঘরানার ‘জেলার’ সিনেমায় রজনীকান্তের চরিত্রের নাম ‘টাইগার’ বা মুথুভেল পান্ডিয়ান। সিনেমাটিতে তাকে এক পুলিশ অফিসারের বাবার চরিত্রে দেখা যাবে। সিনেমাটির প্রিভিউতে রজনীকান্তকে তলোয়ার এবং বন্দুক ব্যবহার করতে দেখা গেছে বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।

সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন— জ্যাকি শ্রফ, মোহনলাল, শিবা রাজকুমার, বসন্ত রবি, তামান্না ভাটিয়া, সুনীল প্রমুখ। ২০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা প্রযোজনা করেছেন কালানিথি মরন। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য হিন্দু, এএনআই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here