রজনীকান্তের জেলার দেখা যাবে ঘরে বসে

0

এবার ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে রজনীকান্তের সদ্য মুক্তি পাওয়া সিনেমা জেলার। চলতি বছরের ১১ আগস্ট মুক্তি পেয়েছে সিনেমাটি। 

ভারত জুড়ে হইচই ফেলা সিনেমাটি শিগগিরই ওটিটিতে আসবে বলে শোনা যাচ্ছে। তাই দর্শকরা ঘরে বসেই উপভোগ করতে পারবেন রজনীকান্তের অ্যাকশনধর্মী সিনেমাটি।

সিনেমাটি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ওটিটির পর্দায় আসবে।

দেশের মাটিতে ‘জেলার’ প্রায় ৩০০ কোটি রুপি আয় করে ফেলেছে। পুরো বিশ্বে আয়ের ক্ষেত্রে ৬০০ কোটি রুপির পথে এগোচ্ছে ছবিটি। 

নেলসন দিলীপ পরিচালিত এই ছবিতে রজনী ছাড়াও আছেন তামান্না ভাটিয়া, জ্যাকি শ্রফ, শিব রাজকুমার, মোহন লালসহ আরও অনেকে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here