দুর্লভ ফুল ফলে ভরে আছে ছাদ বাগান। এখানে নতুন অতিথি ম্যাক্সিকান ফ্লেম ভাইন। লতানো উদ্ভিদ। ফুলের সুগন্ধ তেমন একটা না থাকলেও মধু আছে। গাছ বৃদ্ধি অর্থাৎ ঝোপালো হলে প্রচুর ফুল ধরে। ছাদ বাগানেই করা যায়। তবে টবটা একটু বড় হতে হবে। নীল, হলুদ বা স্নিগ্ধ রং ছাড়াও অনেকেই আগুনের মতো উজ্জ্বল রং হয়ে থাকে এই ফুলের। নিয়মিত পানি ও পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলোয় তাড়াতাড়ি বেড়ে ওঠে ফ্লেম ভাইন।
বাগানটি করেছেন রানা মাসুদ। তার বাগানে তিনটি অংশে বিভক্ত। প্রথমে লন বাগান। লনে আছে মর্নিং গ্লোরি, পারুল, রঙ্গণ, ক্রিসমাস ট্রি, টগর, শিউলি, শ্বেতকাঞ্চন, হাইড্রেঞ্জিয়া, হাস্নাহেনা, চাইনিজ মিনি বাঁশঝাড়, গন্ধরাজ, দেশি বেলী, রেইনলিলি, চাইনিজ কড়ি, ল্যান্টেনা, ওয়াল কার্পেট, ছাতিম, রুয়েলিয়া রুসেলিয়া, নয়নতারা, গ্রাস ক্রিপার, গোল্ডেন শাওয়ার, কুঞ্জলতা, নাইন ও ক্লোক, মসরোজ।
এরপর ছাদ বাগানে গিয়ে দেখা গেল তিন রঙের অপরাজিতা, জলগোলাপ, বাসরলতা, ঝুমকালতা, রুসেলিয়া, কার্টেন ক্রিপার, নীলমণিলতা, মধুমঞ্জুরি, অনন্তলতা, জিনিয়া, লাল ক্যালাঞ্চু, হলুদ ক্যালাঞ্চু, পাঁচ কালারের মসরোজ, বারো রকমের গোলাপ, রসুনগন্ধি, বোগেনভিলা বা বাগান বিলাস (ডাবল প্যাটেল), রঙ্গণ চার রঙে, ফাস্ট লাভ, টেক্সাস রেঞ্জার, জয়ত্রী জত্রফা, বেলী দুই জাতের, জবা চার জাতের, মেস্তা জবা, সোর্ড লিলি, বল্টু ডেইজ, বল্টু সেইজ, গ্রাউন্ড অর্কিড বেগুনি, বিন্টডিং হার্ট লাল, অরেঞ্জ ট্রাম্পেড, জারবেরা সাত কালারের, ওয়াটার লিফ, আইসপ্লান্ট, লিলি, বার্বাডোজ লিলি, এমারিজ লিলি, জিঞ্জার লিলি, মে ফ্লাওয়ার, ফুরুস দুই কালার, ব্লিডিং হার্ট সাদা, দোলনচাঁপা, কুন্দ, ক্যাটস টেইল, মুসুন্ডা, নয়নতারা, রোজ ক্যাকটাস বা মরু গোলাপ, এডেনিয়াম দুই কালার, কলাবতী, বিচিত্রা, এজেলিয়া, ক্যামেলিয়া, রাধাচূঁড়া, নাগচম্পা, অক্সালিস পার্পেল কালার, রুয়েলিযা দুই কালার, তাম্রপত্র, বাসন্তি, এলামুন্ডা বা অলকানন্দ দুই কালার, এরিকা পাম, সুইট পটেটো ভাইন, চায়না পাম, জেড প্লান্ট, লাকি ব্যাম্বু, সিডাম, কামিনি, পানামা রোজ, ম্যাক্সিকান বাটারফ্লাই উড বা মরিচা, পুত্তলিকা, রোজ অফ শ্যারন, পার্পেল বুশ, রজনীগন্ধা, নাইটকুইন, লজ্জাবতী, জাগুস লিলি, চাইনিজ ভাওলেট, ফ্লেম ভায়োলেট, হ্যামেলিয়া, লেডিস আমব্রেলা, অরেঞ্জ মার্মারেড, এরোমেটিক জুঁই, কৈলাশ, পাতা বাহার কয়েক রকমের।
তিনি বলেন, ‘সাড়ে তিন বছর ধরে আমরা এসব গাছ সংগ্রহ করছি। গাছ রংপুর, বগুড়া,কুষ্টিয়া, মানিকগঞ্জ, ঢাকা, ময়মনসিংহ এবং অনলাইন থেকে সংগ্রহ করি। এমনকি ভারত থেকেও গাছ সংগ্রহ করেছি। গাছের যত্ন করার চেয়ে আরও কষ্টকর গাছ সংগ্রহ করা। খুব খুঁজতে হয়।’