চলতি বছরের সবচেয়ে বর্ণিল কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৯ মার্চ। ‘রক এন্ড রিদম ২.০’ শিরোনামের কনসার্টের আয়োজন এডভেন্টর কমিউনিকেশন্স।
কনসার্টের মূল আকর্ষণ ‘পপাই বাংলাদেশ’, যিনি প্রথমবারের মতো বাংলাদেশে সংগীত পরিবেশন করবেন। এই ইভেন্টে আরও গাইবে ব্যান্ডদল অ্যাশেজ, মেঘদল, সোনার বাংলা সার্কাস, আফটারম্যাথ, হাইওয়ে, অড সিগনেচার ও স্মুচেজ।
কনসার্টটির টিকিট পাওয়া যাচ্ছে www.getsetrock.com ওয়েবসাইটে। বিস্তারিত তথ্যের জন্যে ভিজিট করুন Adventor Communications-এর অফিসিয়াল ফেসবুক পেজে।