রক্ষণে শক্তি আরও কমলো রিয়াল মাদ্রিদের

0

মৌসুমের খুব গুরুত্বপূর্ণ সময়ে রক্ষণে শক্তি আরও কমলো রিয়াল মাদ্রিদের। এক বছরের বেশি সময় পর মাঠে ফেরার কিছুদিনের মধ্যে আবার চোট পেয়ে ছিটকে গেলেন ডাভিড আলাবা। অস্ট্রিয়ান ডিফেন্ডার আলাবার বাঁ পায়ের অ্যাবডাক্টরে চোট পাওয়ার কথা জানিয়েছে রিয়াল। কবে নাগাদ তিনি আবার ফিরতে পারবেন সেই বিষয়ে ক্লাবের বিবৃতিতে কিছু জানানো হয়নি।

এন্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্টের (এসিএল) চোটে ছিটকে পড়ার ১৩ মাস পর গত ১৮ জানুয়ারি লা লিগায় লাস পালমাসের বিপক্ষে ৪-১ গোলে জয়ের ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন আলাবা। পরে আরও তিনটি ম্যাচে বদলি হিসেবে খেলেন তিনি, যদিও সবশেষ লিগে এস্পানিওলের বিপক্ষে ম্যাচে তাকে মাঠে নামাননি কোচ কার্লো আনচেলত্তি। এবার আবার মাঠের বাইরে ছিটকে গেলেন অনির্দিষ্ট সময়ের জন্য। তার দল যখন প্রস্তুত হচ্ছে ভীষণ ব্যস্ত ও গুরুত্বপূর্ণ দুই সপ্তাহের জন্য।

কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে লেগানেসের মাঠে খেলতে যাবে রিয়াল। আগামী শনিবার তারা লা লিগায় মুখোমুখি হবে নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের। এরপর ১০ দিনের মধ্যে আনচেলত্তির দল চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্লে অফের দুই লেগে খেলবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে, এর মাঝে ঘরোয়া লিগে ওসাসুনার সঙ্গে।

এমন সময়ে দুইদিন আগে নতুন এক শঙ্কা যোগ হয় রিয়াল শিবিরে। হ্যামস্ট্রিং চোটে ভুগছেন দলটির রক্ষণভাগের ভরসা আন্টোনিও রুডিগার। স্প্যানিশ গণমাধ্যমের খবর, লম্বা সময়ের জন্য ছিটকে যেতে পারেন তিনি।

সবশেষ ম্যাচে রিয়ালের পারফরম্যান্সও হয়েছে ভীষণ হতাশার। লা লিগায় অবনমন অঞ্চলের দল এস্পানিওলের মাঠে ১-০ গোলে হেরে যায় তারা। এরপরও অবশ্য লিগ টেবিলে আপাতত শীর্ষে আছে শিরোপাধারীরা, ২২ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে। তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আতলেতিকো মাদ্রিদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here