রকেট হামলায় এক ইসরায়েলি নাগরিক নিহত হয়েছেন। দেশটির গণমাধ্যমে এই খবর প্রকাশ করা হয়েছে।
জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, বৃহস্পতিার সন্ধ্যা ৬টার কিছু পরেই ছোড়া রকেট রেহোভটের একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে সরাসরি আঘাত হানে। এতে একজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন।
গত দুইদিন ধরে ফিলিস্তিনে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে অন্তত ২৭ ফিলিস্তিনি নিহত হয়েছে।