রংপুর রাইডার্স-বিএসজেএ মিডিয়া কাপে জয় পেল বাংলাদেশ প্রতিদিন

0
রংপুর রাইডার্স-বিএসজেএ মিডিয়া কাপে জয় পেল বাংলাদেশ প্রতিদিন

রংপুর রাইডার্স-বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেটে জয় পেয়েছে বাংলাদেশ প্রতিদিন। সোমবার মওলানা ভাসানি হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মানবজমিনকে ৪ উইকেটে হারিয়েছে তারা।

প্রথমে ব্যাটিংয়ে নেমে মানবজমিন নির্ধারিত ৬ ওভারে ৯৩ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ২০ রান করেন সুমন। এছাড়াও হাসিব ১৪ ও শুভ ১২ রান করেন। বাংলাদেশ প্রতিদিনের পক্ষে ১টি করে উইকেট নেন জাহাঙ্গীর, তাউসিফ ও সুদীপ্ত।

জবাব দিতে নেমে দুই বল হাতে রেখে ৯৬ রান করে জয় তুলে নেয় বাংলাদেশ প্রতিদিন। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করে ম্যাচসেরা হন তাউসিফ। এছাড়াও তানভীর ২০ ও সুদীপ্ত ১৯ রান করেন।

বাংলাদেশ প্রতিদিন দলে ছিলেন রেজাউল কবির, সুদীপ্ত, তাউসিফ, মামুন, জাহাঙ্গীর ও তানভীর। প্রথম দিনে জয় পেয়েছে দৈনিক কালের কণ্ঠ, দি ডেইলি সান, সময় টিভি, জাগোনিউজ, ক্রিকফ্রেনজি, চ্যানেল আই ও দি ডেইলি স্টার।

মিডিয়া কাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহসভাপতি ফারুক আহমেদ। এছাড়াও বিসিবি পরিচালক ও রংপুর রাইডার্সের উপদেষ্টা মেহরাব আলম চৌধুরী এবং সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here